আশিক রহমান; সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু সাংস্কৃতিক পরিষদ করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির জন্য মাস্ক ক্যাম্পেইনের উদ্বোধন করে।
ভিডিও কনফারেন্সে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন বন্ধু সাংস্কৃতিক পরিষদের প্রধান উপদেষ্টা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন।
ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন বন্ধু সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক ফেরদৌস তাজ, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আশিক রহমান।
কনফারেন্সে মোঃ জুলকার নায়ন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া মানুষদেরকে সহায়তা থেকে শুরু করে বিভিন্ন সময়ে ক্রান্তিকাল মোকাবেলায় কাজ করে যাওয়া এ সংগঠনের জন্য শুভকামনা রইলো। সে সাথে এ ক্যাম্পেইনের মাধ্যমে করোনা দ্বিতীয় ঢেউ জাগ্রত থেকে মানুষকে সহায়তার মাধ্যমে মানবিক সৌহার্দ্য বাংলাদেশ গড়বে এ প্রত্যাশা করছি।
আপনার মতামত লিখুন :