ফেরদৌস তাজ; মুজিব বর্ষ ২০২০ এবং আমার গ্রাম আমার শহর এ প্রতিপাদ্য নিয়ে শিশু বান্ধব ও সমৃদ্ধ আদর্শ গ্রাম হিসাবে গড়ে তোলার লক্ষে ময়নসিংহ জেলা প্রশাসন ও মুক্তাগাছা উপজেলার ১১৮টি গ্রাম উন্নয়ন কমিটি এবং নগর প্রতিবেশী উন্নয়ন কমিটির আয়োজনে সমোঝতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় মুক্তাগাছা অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান।
এপিসি ম্যানেজার রাজু উইলিয়াম রোজারিও এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা, এপি ম্যানেজার নম্রতা হাউই, প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে ১১৮টি গ্রাম উন্নয়ন প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :