জেলহাজতে সাবেক ভাইস-চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী
F.Taj
প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২০, ৫:৫০ PM /
০
মুক্তাগাছা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পীকে চেক প্রতারণা মামলায় জেলহাজতে পাঠিয়েছে ময়মনসিংহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
জানা যায়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী ভাইস চেয়ারম্যান থাকাকালীন ২০১৭ সালে উপজেলার সৈয়দগ্রাম গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের পুত্র রফিকুল ইসলামের (৫৪) কাছ থেকে তার পুত্র সুজন মিয়াকে রাজউকে নিরাপত্তা প্রহরীর চাকরি দেয়ার কথা বলে সাত লাখ টাকা নির্ধারণ করে তিন লাখ টাকা নেন।
পরবর্তীতে চাকরি না দিলে একাধিকবার শালিসও হয়। শালিসের সিদ্ধান্ত মোতাবেক গত ১৫/১০/২০১৯ তারিখ বাদী রফিকুলকে দেবাশীষ ঘোষ বাপ্পি অগ্রণী ব্যাংক মুক্তাগাছা শাখায় তার নিজ নামের সঞ্চয় হিসাব নং- ০২০০০০৪৪৭৭০৫৬ এর অনুকূলে ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।
উক্ত চেক নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক হিসাবে কোনো টাকা না থাকায় চেক ডিজওনার হয়।
গত শনিবার রফিকুল ইসলাম বাদী হয়ে দেবাশীষ ঘোষ বাপ্পিকে একমাত্র আসামি করে মুক্তাগাছা থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। এ মামলায় আজ রোববার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আপনার মতামত লিখুন :