মুক্তাগাছায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে ও পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে ও মুক্তাগাছা থানা পুলিশের সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এণ্ড ডিস্ট্রিবিউশন লিঃ ময়মনসিংহ এর ব্যবস্থাপক প্রকৌশলী শাহাজাদা ফরাজি ও সহকারি ব্যবস্থাপক মো: ফয়সাল উপস্থিত ছিলেন।
বুধবার মুক্তাগাছা উপজেলার নন্দীবাড়ি এলাকায় এবং আটানি বাজার এলাকায় অবৈধ গ্যাস সংযোগ থাকার অপরাধে ৮টি মামলায় মোট ১ লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করে মোবাইল কোর্ট।
এ ছাড়াও প্রায় ৩০-৫০ টি অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অপরদিকে, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১৭ হাজার ৫শ টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে ও পণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড মাসুদ রানা ।
আপনার মতামত লিখুন :