কিছু জীবনের হৈচৈ, আর কিছু বেওয়ারিশ শোক
অনাদি জীবনে কিছু হারিয়ে
বাকিটা নিশ্চল হোক,
কিছু দুঃসহ কিছু মধুর আর কিছু ছিল যেনতেন,
সহজ সরল চিন্তাগুলো
জটিল সূত্র কেন?
সব কিছু দিয়ে
সব কিছু নিয়ে
পথ নাহি চলে হায়,
একলা পথের পথিকের কি
সত্যি নেই কোনো দায়?
রিকশার চাকা,আর দেয়াল ঘড়ি
দেয় তব কালের সাক্ষী,
তুমি কি জানো
বিধাতার কাছে
সততা কি বড় শাস্তি?
অতীত নাহয় মানতে নারাজ
সত্যি কি বর্তমান?
ভবিষ্যত কবে পড়বে মনে
কবে কে কোথা ছিলাম?
শ্বাস প্রশ্বাস ভরা
মিথ্যাচারে যত
বিষাক্ত সব বায়ূ,
কথার প্যাঁচে যাচ্ছে থেমে
সততার সব আয়ু।
(মোহাম্মদ জামশেদুল আলম)
আপনার মতামত লিখুন :