মুক্তাগাছা উপজেলার বারকাহনীয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ীতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, রবিবার বিকাল ৪টার দিকে অভিযোগকারীর চাচা ময়নাল হোসেন ও তার তিন ছেলে কামরুল, রুবেল, আল-আমীন ও এনামূল লাঠি নিয়ে মঞ্জুরুলের বাড়ীতে হামলা করে ভাঙচুর শুরু করে। মঞ্জুরুল ও তার মা বাঁধা দিলে এনামুল মঞ্জুরুলের মাকে টেনে নিতে থাকে ও মারধর করে। এ সময় মঞ্জুরুল ৯৯৯ কল করে মুক্তাগাছা থানা পুলিশের সহযোগিতা চাইলে আধঘন্টার মধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় আক্রমণকারীরা পালিয়ে যায়।
মঞ্জুরুল জানান, তার পৈতৃক জমিতে গত বৃহস্পতিবারে এনামুল হক ও তার ৪ছেলে দখল করার জন্য ট্রাক্টর দিয়ে হালচাষ শুরু করে। বাঁধা দিলে তারা চড়াও হয়। এরপর এলাকায় শালিস বসলে তারা শালিসের সিদ্ধান্ত অমান্য করে হুমকি দিতে থাকে। পরে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য মুক্তাগাছা থানায় সাধারণ ডায়েরী করা হয়। সাধারন ডায়েরির কথা শুনে পুররায় আমাদের উপর হামলা করে তারা।
এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে রুবেল হামলা ও ভাঙচুরের কথা অস্বীকার করে বলেন জমি নিয়ে বিরোধ রয়েছে। তবে, তা মুরুব্বীরা মিলে সমাধানের কথা চলছে।
এ বিষয়ে জানতে চাইলে এস আই সিরাজ জানান, ঘটনাস্থলে গিয়ে হামলাকারীরা কাউকে পাইনি। ভাঙচুরের কোন আলামত পাইনি। বাদী বিবাদীরা মিমাংসা হওয়ার কথা চলছে। মামলা রুজু হয়নি।
আপনার মতামত লিখুন :