লকডাউন কেড়ে নিচ্ছে মাতৃত্ববোধ
বাবার অবিরাম পাঠশালা আদর
ভাইয়ের পালনকৃত স্বচ্ছ কর্তব্য
বোনের দক্ষিণা সমীরণে শীতল দায়িত্ব
আরো-আরো কেঁড়ে নিচ্ছে
পরানের দ্যূতি, আবেগের উপলব্ধিবোধ
সার্বিক উৎপাদনে নেমেছে ধ্বসের পরিক্রমা
কোথাও-কেউ-কারোর নয় !
চারিদিকে লাশের দুর্গন্ধ বাড়ছে প্রতিদিন
প্রভাতের আলোয় আক্রান্ত নেগেটিভ খবর
প্রাণ শক্তির ধমনিতে চলছে হতাশার কারুকাজ
করোনা ক্রান্তিকালের অন্তর্জালে নিষ্পেষিত
রাত্রি শেষে হৃদয়ের পালক উড়ানো
অপরাহ্নে রবির সূর্যাস্তে গালে টোল পড়ানো
নব্য বিবাহিত যে- রঙহীন সৃষ্টির অধরায়
মেহেদির রঙ না শুকোতেই যার –
মনের রঙ শুকিয়ে যায় ।
প্রসূতি পৃথিবীর-ধন্য লোকালয়ে
কাব্য চর্চার বীক্ষণ সমাবেশ নেই
লেখনীর আনাচ ঘরে ডুবন্ত এক প্রহরী
কোথায় তুমি- তোমাকে খুঁজি নীলিমা দূর্বাঘাসে
মহামারির একান্ত উপাসনালয়ে কোথাও নেই
প্রজন্মের প্রতিমায় প্রজন্মের প্রতিচ্ছবি!
– রাজিয়া সুলতানা
আপনার মতামত লিখুন :