মুক্তাগাছায় ওয়ার্ল্ডভিশনের অর্থ বিতরণ


F.Taj প্রকাশের সময় : জুন ৪, ২০২০, ৩:২৭ PM /
মুক্তাগাছায় ওয়ার্ল্ডভিশনের অর্থ বিতরণ

কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপি মোবাইল মানিট্রান্সফারের মাধ্যমে সংস্থাটির কর্ম এলাকার ৩০৮টি হতদরিদ্র উপকার ভোগিদের মাঝে ৯ লক্ষ্য ২৪ হাজার টাকা বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মুক্তাগাছা পৌরসভার নন্দীবাড়ীস্থ আমিরউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭৫ জন দরিদ্রদের মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে প্রদান করা হয়।

এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছা এপি ম্যানেজার ন¤্রতা হাউই। এসময় আমিরউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম, দুলাল উদ্দিন, ওয়ার্ল্ডভিশন প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম, স্পন্সরশীপ সহকারী কেয়া পেরিস, চাইল্ড ফোরাম সদস্য এবং এলাকার গ্রণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ জুন এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইতোপূর্বে ওয়াল্ডভিশনের কর্ম এলাকা বাঁশাটি, মানকোন ও দুল্লা ইউনিয়নের ২৩৩ জনের মাঝে ৩ হাজার টাকা করে একই পদ্ধতিতে বিতরণ করা হয়।