কোভিড-১৯ মোকাবেলায় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপি মানিট্রান্সফারের মাধ্যমে সংস্থাটির কর্ম এলাকার হতদরিদ্র উপকারভোগিদের মাঝে ৯ লক্ষ্য ২৪ হাজার টাকা বিতরণ করা হয়।
সোমবার সকালে উপজেলার বাঁশাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ হতে মুক্তাগাছা পৌরসভা, মানকোন, বাঁশাটি ও দুল্লা ইউনিয়নের ৩০৮ জনের মাঝে জন প্রতি ৩ হাজার করে মোট ৯ লক্ষ্য ২৪ হাজার টাকা প্রদান করা হয়।
কার্যক্রমের উদ্বোধন করেন মুক্তাগাছা এপি ম্যানেজার নম্রতা হাউই।
এ সময় প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম, স্পন্সরশীপ সহকারী কেয়া পেরিস , সংশ্লিষ্ট ইউপি সচিব মোঃ দেলোয়ার হোসেন, চাইল্ড ফোরাম সদস্য, ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :