মুক্তাগাছায় বন্ধু সাংস্কৃতিক পরিষদের ঈদ উপহার বিতরণ


F.Taj প্রকাশের সময় : মে ২৫, ২০২০, ২:১০ AM /
মুক্তাগাছায় বন্ধু সাংস্কৃতিক পরিষদের ঈদ উপহার বিতরণ

করোনা সংক্রমনের প্রভাবে সামাজিক দুরত্ব বজায়ের ফলে কর্মহীন হয়ে পড়া মানুষ, অসহায় ও দুঃস্থ ব্যক্তি ও পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে মুক্তাগাছা উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চার পরিশীলিত স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধু সাংস্কৃতিক পরিষদ “।

গত ২১ মে বৃহস্পতিবার থেকে ২৪ মে চাঁদরাত পর্যন্ত পরিষদের স্বেচ্ছাসেবীরা উপজেলার শশা ইজারার চর, শশা, শশা নিজ, কান্দাপাড়া, কলাকান্দা, মাঝেরবন্দ, চন্দবাড়ী, নয়াবিলা, মৈশাদিয়া ও সদর উপজেলার নিমতলা গ্রামে প্রায় ২ শতাধিক ব্যক্তি ও পরিবারের মাঝে চাল, ডাল, সেমাই, চিনি, সাবান, নারকেল, মুরগী, শাড়ি ও লুঙ্গী ঈদ উপহার বিতরণ করে।Distribution of Eid gifts of Bondhu Sangskritik Porishod at Muktagachha

বন্ধু সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা লেখক ও সাংবাদিক ফেরদৌস তাজ জানান, সংস্কৃতির উৎকর্ষে বন্ধু সাংস্কৃতিক পরিষদ সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের এ ক্রান্তিলগ্নে বিভিন্নভাবে আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছে। আমাদের পাশে দাঁড়িয়ে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ!Distribution of Eid gifts of Bondhu Sangskritik Porishod at Muktagachha

ঈদ উপহার বিতরণে সার্বক্ষণিক যারা ছিলেন, বন্ধু সাংস্কৃতিক পরিষদ সভাপতি হুমায়ুন মোর্শেদ দস্তগীর, সহ- সভাপতি ইঞ্জিনিয়ার বিদ্যুৎ ঘোষ, সাধারণ সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট খায়রুল ইসলাম, সংগঠক ও ব্যবসায়ী মোজাম্মেল হোসেন, মহিলা সম্পাদক লক্ষী রানী ঘোষ, প্রচার সম্পাদক এ এস নাফিস রিফাত, বিল্লাল হোসেন, সুমন হোসেন, ফুটবলার রিফাত হাসান, সাজ্জাদ, রহিম, জিলানী, শামসুল হক, জনি, পুলক, রাব্বি, ধ্রুব প্রমূখ স্বেচ্ছাসেবীগন।