কোভিড-১৯ করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে মানুষের জীবনযাপন স্থবির হয়ে পড়েছে। সামাজিক দুরত্ব নিশ্চিত হওয়ায় ও জনসমাগম নিষিদ্ধ থাকায় বর্তমানে ভিক্ষুক জনগোষ্ঠীর মানুষের জীবিকা সবচেয়ে করুন হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে বুধবার সকালে (২০ মে) গ্রামীণ ব্যাংক মুক্তাগাছা শাখায় ১৪ জন সংগ্রামী সদস্য (ভিক্ষুক) র মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় প্রত্যেককে ৩ হাজার ২ শ টাকায় ৩০ কেজি চাল, ০৪ কেজি মসুর ডাল, ০২ লিটার তৈল, ০৪ কেজি পেয়াজ, ০৮ কেজি আলু, ০২ কেজি লবণ ০৪ টি সাবান বিতরণ করা হয়। এ সকল সদস্যর মাঝে গত এপ্রিল মাসেও গ্রামীণ ব্যাংক সমপরিমান টাকার ত্রাণ বিতরণ করে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক ময়নসিংহ যোনের মুক্তাগাছা এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ জলিলুর রহমান, প্রোগ্রাম অফিসার মোঃ রায়হান উদ্দীন, মুক্তাগাছা শাখার শাখা ব্যবস্থাপক নিরাফাত আনম সুমন, তারাটি মুক্তাগাছা শাখার শাখা ব্যবস্থাপক মরিয়ম বেগম মুক্তাগাছা শাখার সেকেন্ড অফিসার মোঃ আবু বকর সিদ্দিক, মুক্তাগাছা শাখার শাখা প্রতিনিধি মোঃ মোখলেসুর রহমান শেখ এবং অফিসার মোঃ মুসফিকুর রহমান ।
উল্লেখ্য, মুক্তাগাছা এরিয়ার ০৯ টি শাখায় মোট ১৭৭ টি পরিবারের মধ্যে মোট ১১ লক্ষ টাকার এ সুবিধা প্রদান করে ।
আপনার মতামত লিখুন :