মুক্তাগাছা শহরের কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগে নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন মুক্তাগাছা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ১০টি মামলায় চাল ও কাচামালের দোকানকে ১,৬০,০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি সকলকে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করার জন্য নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান সকলের প্রতি অনুরোধ জ্ঞাপন করে বলেন, আপনারা আতংকিত হয়ে অধিক পণ্য কিনবেন না। সরকারের কোন পণ্যের ঘাটতি নেই এবং পণ্য ক্রয়ের সময়ে অবশ্যই মূল্য তালিকা দেখে নিবেন। সকল অনিয়ম রুখতে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :