মুক্তাগাছায় চোলাই মদ তৈরি ও সেবনের দায়ে আটক ১


F.Taj প্রকাশের সময় : মার্চ ৯, ২০২০, ১০:০১ PM /
মুক্তাগাছায় চোলাই মদ তৈরি ও সেবনের দায়ে আটক ১

মুক্তাগাছায় চোলাই মদ তৈরী ও সেবনের দায়ে ১জনকে আটক করে ১ মাসের কারাদণ্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান।

দন্ডিত ব্যক্তি উপজেলার দুল্লা ইউনিয়নের হরিরামপুর রবিদাস পাড়ার মৃত বীরা রবিদাশের পুত্র।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুল্লা ইউনিয়নের বটতলা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে চোলাই মদ তৈরি ও সেবনের অপরাধে ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।