মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে ৪০৫০ কেজি অপরিশোধীত চোরাই কাঁচা রাবার উদ্ধার করেছে।
রবিবার রাতে জামালপুর জেলার সদর থানাধীন রামনগর নয়াপাড়া এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কাইয়ুম ও ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ময়মনসিংহের অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিমের সদস্যগণ । অভিযানে ৪০৫০ কেজি অপরিশোধীত চোরাই কাঁচা রাবার উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনার সময় মোঃ আঃ মান্নান (৩২), পিতা- কছিম মন্ডল, মোঃ রুবেল মন্ডল (২৫), পিতা- মোঃ সুরুজ আলী, উভয় সাং- রামনগর নয়াপাড়া, থানা- জামালপুর, জেলা- জামালপুর, মোঃ খোকা (৪০), পিতা- নিজাম আলী, সাং- বাহ্মনবাড়ী তুষার বাজার, মোঃ মোফাজ্জল(৩৮), পিতা- মৃত মহর আলী, উভয় সাং- বাহ্মনবাড়ী মধ্যপাড়া, থানা- মধুপুর, জেলা- টাঙ্গাইলগণ পুলিশের উপস্থিতি টের পাইয়া সু-কৌশলে পালিয়ে যায়। উক্ত অপরিশোধীত চোরাই কাঁচা রাবার এর মূল্য অনুমান-৮,১০,০০০/-। এ বিষয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে এসআই (নিঃ) মোঃ নাফিউল ইসলাম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন (মামলা নং-০৪ তারিখ-০৩/০২/২০২০ খ্রিঃ) মর্মে ২ এপিবিএন এর ওসি অপারেশন মোঃ কাইয়ুম জানান।
আপনার মতামত লিখুন :