মুক্তাগাছায় ২ অটোরিকশা চালকের কারাদন্ড


F.Taj প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২০, ৮:১৬ PM /
মুক্তাগাছায় ২ অটোরিকশা চালকের কারাদন্ড

মুক্তাগাছায় অতিরিক্ত যাত্রী পরিবহন করায় ২ জন সিএনজি অটোরিকশা চালককে ৩ দিন করে কারাদন্ডাদেশ এবং অপরাপর দোষী সংশ্লিষ্ট চালক ও যাত্রীদের বিভিন্ন অঙ্কের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার ভূমি বিষয়টি জানান ।

এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদুর রহমান।

সহকারী কমিশনার ভূমি মুক্তাগাছা জানান, মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত যাত্রী (৫-৭ জন) পরিবহন করায় ২ জন সিএনজি অটোরিকশা চালককে ৩ দিন করে কারাদণ্ড, এছাড়া অন্য চালক ও যাত্রীদের বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।

প্রসঙ্গত, গত রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার সীমান্তবর্তী ময়মনসিংহ- মুক্তাগাছা সড়কের কুমারগাতা ইউনিয়নের গন্ধর্বপুর এলাকায় ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্সে তিনজন নিহত হন । এর আগেও একই রকম একাধিক দুর্টনায় হতাহতের ঘটনা ঘটে ।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদুর রহমান বলেন, সময় এবং টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না। তাই জনসেবায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ।

-মনোনেশ দাশ