বহুল প্রচারিত জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
দৈনিক ইত্তেফাক পত্রিকার মুক্তাগাছা প্রতিনিধি, মুক্তাগাছা সাংবাদিক ফোরাম সহ-সভাপতি সাংবাদিক মনোনেশ দাশ এর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, পৌর কাউন্সিলর আসমা বেগম, তারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক আওয়ামী লীগ নেতা শীল মাহমুদ, মুক্তাগাছা সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, প্রচার সম্পাদক ফেরদৌস তাজ, দপ্তর সম্পাদক এনামুল হক প্রমূখ।
শোভাযাত্রা শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধে ইত্তেফাক পত্রিকার অবদান অবিস্মরণীয়। স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে জনগনের ঐক্যমত্য প্রতিষ্ঠা ও মুক্তির অগ্নিস্ফুলিঙ্গ জাগাতে জাগ্রত ভূমিকা পালন করে প্রাচীন এ জাতীয় দৈনিকটি।
বিকালে মুক্তাগাছা পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদ এর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দৈনিক ইত্তেফাক পত্রিকার পথচলার ৬৭ বছরে সমৃদ্ধ দিক নিয়ে বক্তারা আলোচনা করেন। আলোচনা শেষে সাংবাদিক মনোনেশ দাস উপস্থিত সকলকে মুক্তাগাছার ঐতিহ্যবাহী মিষ্টান্ন মন্ডা দিয়ে আপ্যায়িত করেন।
আপনার মতামত লিখুন :