মুক্তাগাছায় বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার


F.Taj প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০১৯, ৫:০২ PM /
মুক্তাগাছায় বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

মুক্তাগাছায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিশির খন্দকার নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বেলা সোয়া ১২টার দিকে মুক্তাগাছা পৌরসভার ঈশ্বরগ্রাম মাঝিপাড়া এলাকায় একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। কচুরিপানা ভর্তি পুকুরে তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে জানায় এলাকাবাসী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশির খন্দকার শহরের লক্ষ্মীখোলার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খন্দকার হাবিবুর রহমানের ছেলে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে ।