‘আজকের শিশু আানবে আলো বিশ্বটাকে রাখবে ভালো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্তাগাছা এপি ও মুক্তাগাছা সাউথ এপি, ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে বর্নাঢ্য র্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়।
সকালে স্থানীয় মনিরামবাড়ী এলাকায় বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন এপি ম্যানেজার নম্রতা হাউই, এপিসি টেকনিক্যাল স্পেশালিস্ট তিতুস হাচ্চা, প্রোগ্রাম অফিসার সিক্তা চাম্বু গং, মোঃ রাশেদুল আলম, মৌসুমী আক্তার, পলাশ হিউবার্ট বিশ্বাস।
অনুষ্ঠানে পৌরসভা, কুমারগাতা, বাঁশাটি ও মানকোন ইউনিয়নের শতাধিক শিশু অংশ নেয়।
আপনার মতামত লিখুন :