মুক্তাগাছায় সমঝোতা-চুক্তি স্বাক্ষর


F.Taj প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০১৯, ২:৩২ PM /
মুক্তাগাছায় সমঝোতা-চুক্তি স্বাক্ষর

যৌথ অংশীদারিত্বে গ্রাম উন্নয়ণে প্রণীত উন্নয়ণ পরিকল্পণা বাস্তবায়ণে অংশীদারীগণ এবং গ্রাম উন্নয়ণ কমিটির মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাঁশাটি ইউনিয়ন পরিষদ, কৃষ্ণনগর গ্রাম উন্নয়ন কমিটি, গোয়ারী গ্রাম উন্নয়ন কমিটি, মন্ডলসেন গ্রাম উন্নয়ন কমিটি, সিভিও, মন্ডলসেন উচ্চ বিদ্যালয়, একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় ও ওয়ার্ল্ডভিশন মুক্তাগাছা এপি মধ্যকার এ চুক্তি স্বাক্ষরিত হয়।

রবিবার সকালে ৫নং বাঁশাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সমঝোতা-চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান খান মঞ্জু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মন্ডলসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ূব আলী, ইউপি সদস্য মো: আব্দুল করিম, প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম, সিভিও সভাপতি এম ইউসুফ আলী।

এতে উপস্থিত ছিলেন একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, ইউপি সদস্য মো: আব্দুল কাদির, আবুল হোসেন, আব্দুল মালেক, চান মিয়া, সাইদুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হাসিনা খাতুন, আর্জু আক্তার, মিনারা খাতুন, গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু ফোরাম প্রতিনিধিগন।