সুশিক্ষিত জাতি গঠন ও উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে শিক্ষা -সংস্কৃতি প্রতিমন্ত্রী


F.Taj প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০১৯, ৯:০৭ PM /
সুশিক্ষিত জাতি গঠন ও উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে শিক্ষা -সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ্ব কে এম খালিদ এম পি ছাত্র ছাত্রীদের আদর্শবান ও সুনাগরিক হিসাবে গড়ে তোলার আহবান জানিয়েছেন। তিনি আজ দুপুরে মুক্তাগাছায় নবারুন বিদ্যানিকেতনে তিন তলা বিশিষ্ট পাকা ভবন ও নিমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাকে আধুনীকিকরন সহ ব্যাপক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান পদ্ধতি সহজতর করা হচ্ছে।

তিনি আরো বলেন সুশিক্ষিত জাতি গঠন ও উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে শিক্ষা। সরকার এ লক্ষে বিভিন্ন উন্নয়ন মূখী প্রকল্প বাস্তবায়ন করছে।

মন্ত্রী ছাত্র ছাত্রীদের লেখা পড়ায় অধিক মনোনিবেশ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানিয়ে বলেন প্রচলিত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা শিক্ষিত হয়ে সুন্দর সমাজ গঠনে নিজেদের নিয়োজিত রাখতে হবে।  তিনি মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা রাখার আহবান জানান।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্না সরকার, ভাইস চেয়ারম্যান আরব আলী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, শিক্ষা বিভাগের স্হানীয় কর্মকর্তা ও আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে স্হানীয় সরকার প্রকৌশল বিভাগ ৫৩,০০০০ লক্ষ টাকা ব্যায়ে নিমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান করেছেন।  শিক্ষা প্রকৌশল বিভাগ ৬৭লক্ষ টাকা নবারুণ বিদ্যানিকেতনের নতুন ভবনের বর্ধিত অংশ নির্মান কাজ বাস্তবায়ন করেন।

পরে প্রতিমন্ত্রী কে এম খালিদ এম পি মুক্তাগাছা আর কে হাইস্কুল খেলার মাঠে গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগীতা ফুটবল খেলা উদ্বোধন করেন এবং বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরন করেন।