মুক্তাগাছায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০১৯, ১২:৫২ PM /
মুক্তাগাছায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

শহীদ স্মৃতি সরকারী কলেজের আয়োজনে বৃহস্পতিবার সকালে কলেজ অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শহীদ স্মৃতি সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর খান মোহাম্মদ সালাউদ্দিন কায়জার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ্ব কেএম খালিদ এমপি।

বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এপিবিএন-২ সিও মোঃ নজরুল হোসেন, শসক উপাধ্যক্ষ মোঃ আব্দুল কাফি মিয়া, উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক ইদু, সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রেজাউল করিম জিন্নাহ্, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনি প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ স্মৃতি সরকারী কলেজের সহঃ অধ্যাপক সৈয়দ মাহবুবুল ইসলাম ও সহঃ অধ্যাপক শুভ্র দে।

এর আগে কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ্ব কেএম খালিদ এমপি।