মুক্তাগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


F.Taj প্রকাশের সময় : জুলাই ১৯, ২০১৯, ৫:৪৬ PM /
মুক্তাগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের পূর্ব চন্ডিমন্ডপ এলাকায় শুক্রবার সকাল ৮ টার দিকে খঁটির গর্তের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো, চন্ডিমন্ডপ এলাকার মৃত সাজ্জাদ হোসেনের সাড়ে ৪ বয়সী মেয়ে জান্নান ও নাজিম উদ্দিনের পুত্র উজ্জ্বল মিয়া (৪)।

দুল্লা ইউপি চেয়ারম্যান হোসেন আলী হুসি জানান, স্থানীয় এক ব্যক্তি নতুন ঘর তৈরির জন্য খুঁটি পুঁততে গর্ত করে।

সকলের অজান্তে গর্তে জমা পানিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায় তারা। পরে স্বজনেরা তাদের দেখতে পেয়ে পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ নিহতের খবর নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।