‘বিশ্বকাপে শক্তিশালী দল বাংলাদেশ’-পোর্টারফিল্ডার


F.Taj প্রকাশের সময় : মে ১৬, ২০১৯, ৭:২০ PM /
‘বিশ্বকাপে শক্তিশালী দল বাংলাদেশ’-পোর্টারফিল্ডার

ম্যাচ শেষে ছন্দে থাকা বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করলেন আয়ারল্যান্ড অধিনায়ক পোর্টারফিল্ডার। বিশ্বকাপে টাইগাররা শক্তিশালী দল হবে বলে বিশ্বাস অভিজ্ঞ এই ক্রিকেটারের, “বাংলাদেশ পুরো সিরিজ জুড়েই দারুণ ক্রিকেট খেলেছে। বিশ্বকাপে তারা বেশ শক্ত দল হিসেবেই যাবে।”

চার রানের জন্য বঞ্চিত হয়েছেন সেঞ্চুরি থেকে। আবু জায়েদ রাহীর বলে আউট না হলে তিন অঙ্কের দেখা পেয়েই যেতেন উইলিয়াম পোর্টারিল্ডার। তবে জয় পাওয়ার মতো সংগ্রহ পেলেও আশা পূরণ হয়নি আয়ারল্যান্ডের। জয়হীন থেকেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে বিদায় নিতে হলো তাদের।

৯৪ রানের অনবদ্য ইনিংস খেলেও দলকে জেতাতে না পারায় হতাশা প্রকাশ করলেন পোর্টারফিল্ড, “ব্যাট হাতে মাঝখানে সময় কাটাতে পারাটা দারুণ ছিল। কিন্তু শেষ পর্যন্ত হারতে হয়েছে বলে আমি হতাশ।”

আয়ারল্যান্ডকে হারানোয় চলতি সিরিজে এখন পর্যন্তই অপরাজিত বাংলাদেশ। চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ খেলে ও এক ম্যাচে পয়েন্টের ভাগ নিয়ে তাদের অর্জন সর্বোচ্চ ১৪ পয়েন্ট। শুক্রবার সিরিজের ফাইনালে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে দুই জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজ।