মঙ্গলবার বিকালে মুক্তাগাছা থানার সামনে রোগীবাহী একটি এ্যাম্বুলেন্সে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন কয়েক মিনিটেই নিয়ন্ত্রণে আসে।
গাড়ীচালক ও রোগীর সঙ্গীয়দের থেকে জানা যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগি নিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী অভিমুখে যাচ্ছিল এ্যাম্বুলেন্সটি। মুক্তাগাছা শহরের পুরাতল বাসস্ট্যান্ডের কাছে আসলে গাড়িটির স্টার্ট বন্ধ হয়ে যায়। এরপর গাড়ীটি থানার সামনে পর্যন্ত ঠেলে আনে রোগির সঙ্গীরা। ড্রাইভার মেকানিক ডাকতে গেলে রোগীর সঙ্গীরা গাড়ীতে ধোঁয়া দেখতে পেয়ে রোগিকে নিয়ে নেমে পড়ে।
এ সময় আগুন গাড়ীতে দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, গাড়ীর ইলেক্ট্রিক ওয়্যারিং এর সমস্যার জন্য অগ্নিকান্ড ঘটে।
আপনার মতামত লিখুন :