মুক্তাগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন


F.Taj প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০১৮, ২:৪৬ PM /
মুক্তাগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

মঙ্গল শোভাযাত্রা, আবৃতি, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে মুক্তাগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়।

রবিবার দিনব্যাপী নানা কর্মসূচীর মাঝে বিকালে ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির বেষ্টিত ৫৬ প্রহর মাঠের নাট মন্দির প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন আলোকিত মানুষ গড়ার কারিগর, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

মুক্তাগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ কে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন বকশিগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর আলী ইদ্রিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের এমপি, জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তি।

মুক্তাগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন
র‌্যালী

উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকারের সভাপতিত্বে আয়োজক শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির বেষ্টিত ৫৬ প্রহর মাঠের নাট মন্দির কমিটির সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পীর সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন ২আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নজরুল হোসেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. বদর উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ তারেক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তাহমিনা জাকারিয়া ছন্দা, রাধাগোবিন্দ মন্দির বেষ্টিত ৫৬ প্রহর মাঠের নাট মন্দির কমিটির সভাপতি জ্ঞানেন্দ্র চন্দ্র পাল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ স্বপন কুমার দাস, জাতীয়পার্টির নেতা নুর উদ্দিন খান সুলতান মাস্টার, পৌর কাউন্সিলর মির্জা আবুল কালাম, শর্মিলা সাহা, ভাস্কর চন্দ্র দে প্রমূখ।

অনুষ্ঠানে উদ্বোধক আব্দুল্লাহ আবু সায়ীদ কে উত্তরীয় পরিয়ে দেন বকশিগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর আলী ইদ্রিস।