মুক্তাগাছায় কঙ্কালসহ পাচারকারী সিন্ডিকেট প্রধান আটক


F.Taj প্রকাশের সময় : মে ২৬, ২০১৮, ৪:২৯ PM /
মুক্তাগাছায় কঙ্কালসহ পাচারকারী সিন্ডিকেট প্রধান আটক

মুক্তাগাছায় কঙ্কালসহ কঙ্কাল পাচারকারী সিন্ডিকেট প্রধানকে আটক করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান এর সদস্যরা।

শনিবার দুপুরে উপজেলার বিরাশি মদনপুর এলাকা থেকে সিন্ডিকেট প্রধান সজিব (৩০)কে আটক করে। সে পার্শ্ববর্তী এলাকার শশা আনোয়াকান্দা এলাকার জুলহাস উদ্দিনের পুত্র।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ইন্সপেক্টর কাইয়ূম এর নেতৃত্বে দুপুরে ছদ্মবেশে মেডিকেলের ছাত্র সেজে কঙ্কাল পাচারকারী সিন্ডিকেট প্রধান সজিবকে কঙ্কালসহ আটক করে ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে সজিব জানায় তার পিতাও একই ব্যবসার সাথে জড়িত ছিল। এর আগেও কঙ্কাল চুরির দায়ে হাজতবাস করেছে। মুক্তাগাছা থানায় তার নামে কঙ্কাল চুরির মামলা রয়েছে।