মুক্তাগাছা উপজেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সভাপতি দেবাশীষ ঘোষ বাপ্পী। শহরের নবারুণ বিদ্যানিকেতনের তালেব আলী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তাগাছা পৌরসভার মেয়র মোঃ শহীদুল ইসলাম শহীদ।
বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. বদর উদ্দিন আহমেদ, হাজী কাশেম আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল, সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মুমিনুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আঃ জলিল, মুক্তাগাছা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম প্রমূখ।
দোআ পরিচালনা করেন আব্বাছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান।
আপনার মতামত লিখুন :