আর্জেন্টাইন সুপারস্টার সার্জিও আগুয়েরোর হাঁটুর চোটের কারণে ম্যানচেস্টার সিটির হয়ে মৌসুমের শেষ কয়েকটি ম্যাচ খেলা হয়নি। এই ইনজুরি ২৯ বছর বয়সী ফরোয়ার্ডের বিশ্বকাপটাও হুমকির মুখে ফেলে দিয়েছিল। তবে বিশ্বকাপে খেলার ব্যপারে প্রচণ্ড আত্মবিশ্বাসী তিনি। বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডেও জায়গা পেয়েছেন।
ইনজুরিতে পড়ার আগে ম্যানচেস্টার সিটির হয়ে দারুণ সময় কাটিয়েছেন আগুয়েরো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩০ গোল করেছেন এই ফরোয়ার্ড। যার ২১টি করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। তবে দারুণ ফর্মে থাকলেও তার ইনজুরি বিশ্বকাপের আগে শঙ্কাই তৈরি করে দিয়েছে দর্শকদের মনে।
ঠিক এমন অবস্থায় আগুয়েরো আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলকে বললেন, ‘আমার হাঁটু এখন ঠিক নতুনের মতো। আমার সব সময়ই এখানে সমস্যা ছিল…কিন্তু এখন ভিন্ন কিছু অনুভব করছি।’ হাঁটুর চোটটা আগুয়েরোর বেশ পুরোনো।
২০০৬ সালে আর্জেন্টিনা দলে অভিষেকের পর ৮৪টি ম্যাচ খেলেছেন আগুয়েরো। গোল করেছেন ৩৬টি। তবে রাশিয়া বিশ্বকাপে কোচ হোর্হে সাম্পাওলির শুরুর একাদশে জায়গা পাওয়াটা খুব কঠিন আক্রমণভাগের যে কারো জন্য। লিওনেল মেসি আক্রমণ ভাগের প্রাণভোমরা। কিন্তু অন্য স্থানগুলোর জন্য হবে তীব্র লড়াই।
জেভেন্তাস ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইন ও পাওলো দিবালা রয়েছেন। রোমা স্ট্রাইকার দিয়েগো পেরোত্তি ও ইন্তার মিলান ফরোয়ার্ড মাওরো ইকার্দিও আছেন জোর দাবি নিয়ে। তবে এর আগে বিশ্বকাপে ৮ ম্যাচ খেলা আগুয়েরো ভালোভাবেই নিজেকে তৈরি করছেন। এবং বলছেন, সেরাটা দিতে তৈরি তিনি।
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের আসরে গ্রুপ ‘ডি’ তে খেলবে। যেখানে তাদের সঙ্গী ক্রোয়েশিয়া, নাইজেরিয়া ও আইসল্যান্ড। ১৬ জুন তাদের প্রথম ম্যাচ আইসল্যান্ডের বিপক্ষে।
আপনার মতামত লিখুন :