মুক্তাগাছা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি চিরকুমার মোঃ মোশাররফ হোসেন সরকার (৬০) রবিবার সকাল ১১ টা ১২ মিনিটে উপজেলার লাঙ্গুলীয়া নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
তিনি ৮০ দশক থেকে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রতিনিধি হিসেবে সততার সাথে কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক খবরপত্র, আজকের খবর, আজকের ময়মনসিংহ পত্রিকায় কর্মরত ছিলেন। মৃত্যুকালে পিতা, দুই ভাই, দুই বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ময়মনসিংহ-৫, মুক্তাগাছা আসনের জাতীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি, উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, মুক্তাগাছা পৌরসভার মেয়র মোঃ শহীদুল ইসলাম, মুক্তাগাছা সাংবাদিক ফোরামের পরিবার গভীর শোক ও শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :