মুক্তাগাছায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৬


F.Taj প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০১৭, ৩:২২ PM / ২৭২
মুক্তাগাছায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৬

মুক্তাগাছা উপজেলার বেচুয়াখালী এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে প্রচেষ্টা নামক পরিবহন (বাস) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে দূর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই কুড়িগ্রাম জেলার যাত্রী আশেক আলী (৩৫) চাতালকর্মী নিহত ও ছয়জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে।

ঘটনার পর খবর পেয়ে মুক্তাগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ও নিহত আশেক আলীর লাশ থানা পুলিশে হস্তান্তর করেন।

মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।