মুক্তাগাছা থানার নব যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ মোল্লা বলেছেন, নির্দিষ্ট কোন শ্রেণির জন্য নয়, মুক্তাগাছা থানার ওসির দরজা খেটে খাওয়া মানুষের জন্য সর্বদা উন্মুক্ত থাকবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও জুয়ামুক্ত করে মুক্তাগাছা উপজেলাকে মুক্তার মত নগরী গড়ে তুলতে সকল পেশা মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন কোন প্রকার অনৈতিক কার্যকলাপের সাথে কোন আপোষ নয়। মুক্তাগাছা থানা হবে দালাল মুক্ত থানা। বুধবার মুক্তাগাছা আওয়ামী মটর চালকলীগ আয়োজিত নবাগত ওসি তাঁরই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন নির্যাতিত মানুষদের আইনি সহায়তা দিতে থানা বদ্ধ পরিকর। মানুষকে মানুষ হিসাবে গণ্য করতে হবে। বিবেকের তাড়নায় পরিশুদ্ধ হতে হবে। প্রত্যেক মানুষের মনে রাখা দরকার মানুষের ভালবাসার চাইতে বড় আর কিছু হতে পারে না। মুক্তাগাছা সাধারণ মানুষ যদি বলেন মুক্তাগাছা থানার ওসি একজন ভাল মানুষ এতটুকুই চাওয়া। তিনি মুক্তাগাছা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ককে যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সন্ধ্যায় মুক্তাগাছা আওয়ামী চালকলীগের ফরেস্ট অফিস তালুকদার ক্লিনিক সংলগ্ন কার্যালয়ে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক, বিভাগীয় কেন্দ্রীয় প্রতিনিধি, ময়মনসিংহ প্রতিদিনের সহঃসম্পাদক, মুক্তাগাছা সাংবাদিক ফোরামের অন্যতম নেতা, তালুকদার ক্লিনিক ও রাজধানী হাসপাতালের স্বত্ত্বাধিকারী আসাদুজ্জামান তালুকদারের সভাপতিত্বে মুক্তাগাছা আওয়ামী মটর চালকলীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের বিভাগীয় বিশেষ প্রতিনিধি শফিকুর রহমান শফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মানকোন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি রফিকুল ইসলাম বাহাদুর, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির, মটর চালকলীগের নেতা হাজী মোঃ আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম সেলিম, জুয়েল মিয়া, হারুন অর রশিদ, সোহরাব মিয়া, সোহেল মিয়া, আবুল কালাম প্রমুখ। সভায় আওয়ামী মটর চালকলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :