মুক্তাগাছার আসনটি জাতীয় পার্টির আসন- সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি


F.Taj প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০১৭, ৭:৫০ PM / ৬৬
মুক্তাগাছার আসনটি জাতীয় পার্টির আসন- সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি বলেছেন, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনটি জাতীয় পার্টির আসন। দীর্ঘ ৯ বৎসর জাতীয় পার্টির শাসনামলে এ এলাকা জাতীয় পার্টির দূর্গ হিসাবে খ্যাত ছিল। এ আসন থেকে নির্বাচিত হয়ে মরহুম শামছুল হুদা চৌধুরী মন্ত্রী ও স্পীকার হয়েছিলেন। বিগত ২০১৪ সালের নির্বাচনে এ আসনটি জাতীয় পার্টি পুনরুদ্ধার করে। আগামী দিনেও বিএনপি আওয়ামীলীগের সাথে মোকাবেলা করেই পুনরুদ্ধার করতে হবে।

শনিবার বিকালে মুক্তাগাছা উপজেলার রসুলপুর বার্ডপার্কে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুক্তাগাছার আসনটি জাতীয় পার্টির আসন- সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপিএসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য বেগম জোসনারা মুক্তি, উপজেলা জাতীয়পার্টির সদস্য সচিব আনিছুর রহমান অতুন, জাতীয় পার্টির নেতা মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আকন্দ, আতাউর রহমান লেলিন, আমজাদ আলী মাস্টার, সুলতান মাস্টার, মিজানুর রহমান, কামরুজ্জামান সোহাগসহ উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় এমপি মুক্তি আরও বলেন, আমাদের মাঝে ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। তবে, দলীয় স্বার্থে সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে এ আসনটি পুনরায় জাতীয় পার্টির দখলে রাখতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।