মুক্তাগাছা চেচুয়া বাজারে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের আশ্বাস


F.Taj প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০১৭, ৬:৪০ PM / ৭৭
মুক্তাগাছা চেচুয়া বাজারে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের আশ্বাস
বুধবার মহান জাতীয় সংসদে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের এমপি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তি’র সম্পূরক প্রশ্নের জবাবে (চেচুয়া বাজারে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের দাবীর প্রেক্ষিতে) স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অচিরেই মুক্তাগাছা উপজেলার চেচুয়া বাজার এলাকায় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের আশ্বাস দিয়েছেন।

এ কেন্দ্রটি স্থাপন হলে পাহাড়ী অধ্যুষিত এলাকা হিসাবে খ্যাত দুল্লা, পাশ্ববর্তী বড়গ্রাম, ঘোগাসহ আশেপাশের এলাকার আইন শৃঙ্খলার উন্নতি হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী অচিরেই পূরণ হতে যাচ্ছে।