মুক্তাগাছায় জাতীয় সমবায় দিবস পালিত


F.Taj প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০১৭, ১২:৩৪ PM / ১৬৬
মুক্তাগাছায় জাতীয় সমবায় দিবস পালিত

৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে শহীদ হযরত আলী অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের জাতীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি। উপজেলা নির্বাহী অফিমুক্তাগাছায় জাতীয় সমবায় দিবস পালিতসার সুবর্ণা সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য বেগম জোসনারা মুক্তি, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম মোঃ মকবুল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিন্নত আলী জিন্নাহ, উপজেলা সমবায় কর্মকর্তা আলী ওসমান, রফিকুল ইসলাম বাহাদুর, রেজাউল আমিন ফারুক, পলাশ হিউবার্ট প্রমুখ।