মুক্তাগাছায় স্থানীয় সাংসদের আমন্ত্রনে সাংবাদিক নেতৃবৃন্দর আগমন


F.Taj প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০১৭, ১২:৪১ PM / ৭৭
মুক্তাগাছায় স্থানীয় সাংসদের আমন্ত্রনে সাংবাদিক নেতৃবৃন্দর আগমন

ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের এমপি, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সালাহউদ্দিন আহমেদ মুক্তির আমন্ত্রনে মুক্তাগাছা রাজবাড়ী পরিদর্শনে আসেন বিএফউজে ও ডিইউজের সাংবাদিক নেতৃবৃন্দ।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও একুশে টেলিভিশনের নির্বাহী প্রধান মঞ্জুরুল হাসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদের নেতৃত্বে কেন্দ্রীয় ও জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক মুক্তাগাছা আঞ্চলিক স্কাউট ভবনে মধ্যাহ্ন ভোজ শেষে রাজবাড়ী পরিদর্শন করেন।মুক্তাগাছায় স্থানীয় সাংসদের আমন্ত্রনে সাংবাদিক নেতৃবৃন্দর আগমন

এ সময় উল্লেখিতরা ছাড়াও উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহঃ সভাপতি জাফর ওয়াজেদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সদস্য মোশাররফ হোসেন, ময়মনকসিংহ জেলা শাখার সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, সদস্য জিয়া উদ্দিন আহমেদ, ময়মনসিংহ প্রেসক্লাবের সহঃসভাপতি ইমাম উদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংবাদিক জগদিশ চন্দ্র সরকার, অমিত রায়, আবু সালেহ মুসা, মুক্তাগাছা সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফেরদৌস আলম প্রমুখ। উল্লেখ্য সাংবাদিক নেতারা বিএফইউজে এর সাংগঠনিক সফরে ময়মনসিংহে এসেছিলেন। এদিকে বগুড়া, রাজশাহীসহ উত্তর বঙ্গের সাংবাদিকরাও এ সফরে অংশ গ্রহন করেন।