মুক্তাগাছায় এসিড দগ্ধ নারীকে পুনর্বাসন


F.Taj প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০১৭, ১১:০১ AM / ৬৭
মুক্তাগাছায় এসিড দগ্ধ নারীকে পুনর্বাসন

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সাইভাইভরস পুনর্বাসন কার্যক্রমের আওতায় মুক্তাগাছা উপজেলার এসিড দগ্ধ নারী রাহাতুল বেগম (৫০) কে ৩০ হাজার টাকা মূল্যের বকনা গরু প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে স্থানীয় মনিরামবাড়ী ব্র্যাক এর হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ গোলাম শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অসিম কুমার। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক গোলাম কিবরিয়া, ব্র্যাক কর্মকর্তা মুক্তা রানী মজুমদার, বাবুল আক্তার, আলমগীর হোসেন, রতন চৌধুরী প্রমূখ। উল্লেখ্য উপজেলার ঘাটুরী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা দিনমজুর মোঃ ফজর আলীর স্ত্রী রাহাতুল বেগমকে ২০০৮ সালে কতিপয় দুবৃর্ত্ত এসিড দগ্ধ করে।