তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি বলেছেন আমি নির্বাচিত হওয়ারপর মুক্তাগাছার রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্টসহ সার্বিক উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন ও কিছু কাজ চলমান রয়েছে। অতীতের যেকোন সময়ের উন্নয়নের চাইতে রেকর্ড পরিমাণ কাজ করার সুযোগ পেয়েছি। আগামীতে যদি আবারও সুযোগ পেলে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। বুধবার দিনব্যাপী মুক্তাগাছা উপজেলার তারাটি, বড়গ্রাম, কুমারগাতা ইউনিয়নের বিভিন্ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, ওসি আক্তার মোর্শেদ, ওসি তদন্ত মাহবুবুল হক, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুজ্জামান, মনিরুজ্জামান, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনিছুর রহমান অতুন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আতাউর রহমান খান লেলিন, জাতীয় পার্টির নেতা আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক, সারোয়ার জাহান, আহসান মাস্টার, ছাত্র সমাজের হাসিবুল হাসান জুয়েল, আজামির শরীফ আজমিন, সালমান, সুজন প্রমুখ। প্রত্যেকটি সড়ক উদ্বোধনকালে স্ব স্ব ইউনিয়নের বিপুল সংখ্যক জাতীয় পার্টির নেতা-কর্মী উপস্থিত ছিল। এ সময় এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি বলেন, আমি মুক্তাগাছার সন্তান। এলাকার আলো-বাতাসে বড় হয়েছি। একজন সাধারণ মানুষ হিসাবে প্রত্যেক শ্রেণির মানুষের সাথে আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। আল্লাহ তা’য়ালার ইচ্ছায় জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আগামীতেও যদি সুযোগ পাই অবশ্যই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। উল্লেখ্য আইআরআইডিপি-২, এলজিইডি মুক্তাগাছার বাস্তবায়নে কুমারগাতা-মালতিপুর ১৯৫০ মিটার, খামারের বাজার-বিরাশি ১৪০০ মিটার, সৈয়দপাড়া-বাহেঙ্গা ১০৫০ মিটার ও বিনোদবাড়ী মানকোন ১০০০ মিটার পাকা সড়ক কাজের উদ্বোধন করা হয়।
আপনার মতামত লিখুন :