মুক্তাগাছা উপজেলায় চারটি রাস্তার উদ্বোধন করেছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি।
মঙ্গলবার সকালে নিমুরিয়া ডুবারপাড় আর এন এইচ সড়ক, চেচুয়া জিসি হাটকালির বাজার জিসি ভায়া কালির বাজার এবং শিবগঞ্জ বাজার সড়ক ও গাবতলী ডিগ্রী কলেজ সংযোগ সড়ক, বানারপাড় শুকপাটুলী সড়ক কাজের নামফলক উন্মোচনের মধ্য দিয়ে চারটি সড়কের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব উল আহসান, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, ওসি তদন্ত মাহবুবুল হক, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আতাউর রহমান খান লেলিন, জাতীয় পার্টির নেতা আব্দুল মান্নান, রশিদ সরকার, আহসান মাস্টার, মাসুদ প্রমূখ। প্রত্যেকটি সড়ক উদ্বোধনকালে স্ব স্ব ইউনিয়নের বিপুল সংখ্যক জাতীয় পার্টির নেতা-কর্মী উপস্থিত ছিল।
এ সময় এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি বলেন, আমি মুক্তাগাছার সন্তান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলাকার সন্তান হিসাবে সকলের সহযোগিতা প্রত্যাশা করি। আমি নির্বাচিত হওয়ার পর দল মতের উর্ধ্বে উঠে গোটা উপজেলার উন্নয়নের চেষ্টা করেছি। আশা করছি আমার বর্তমান সময়েই মুক্তাগাছায় এ যাবত কালের উন্নয়নের মধ্যে সব চাইতে বেশি উন্নয়ন দেখাতে পারবো। যা অতিতের কেউ পারেনি।
আপনার মতামত লিখুন :