সাগর হত্যার মূল আসামি গ্রেফতার


Tajul প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০১৭, ৪:৫৮ PM / ১৮৮
সাগর হত্যার মূল আসামি গ্রেফতার

ময়মনসিংহের আলোচিত সাগর হত্যা মামালার মূল আসামি আক্কাছ আলীকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে ভৈরবের শম্ভুপুর রেলক্রসিং এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-১৪ এর একটি দল। র‌্যাব-১৪ এর অফিসার নাজমুল আরেফিন পলাশ জানান রাত ১২ টার দিকে আক্কাছ আলীকে ভৈরবের শম্ভুপুর রেলক্রসিং এলাকা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর ময়মনসিংহের গৌরিপুর উপজেলার চরশ্রীরামপুর গ্রামের বাসিন্দা গাউছিয়া মৎস্য হ্যাচারির মালিক আক্কাছ আলী চুরির অপবাদে সিমেন্টের খুঁটিতে বেঁধে নির্মমভাবে পিটিয়ে সাগরকে হত্যা করা হয়। নিহত সাগর ময়মনসিংহ শহরের নাটক ঘর লেন রেল লাইন বস্তির বাসিন্দা। এ ঘটনায় ইতোপূর্বে পুলিশ ফজলুর রহমান (৪০) ও রিয়াজ উদ্দিন রিজু নামে দুইজনকে গ্রেফতার করা হয়। [ছবি সংগৃহিত]