মুক্তাগাছায় পানিতে ডুবে মেধাবি ছাত্রের মৃত্যু


Tajul প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০১৭, ৬:৩৩ PM / ১৮৯
মুক্তাগাছায় পানিতে ডুবে মেধাবি ছাত্রের মৃত্যু

রাজধানী পলিটেকনিক্যাল কলেজের টেক্সটাইল বিভাগের তৃতীয় সেমিস্টারে অধ্যয়নরত মেধাবী ছাত্র আশিকুর রহমান (১৯) মুক্তাগাছা আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে এসে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে।

নিহত আশিকুরের পিতার নাম আব্দুস সালাম, তার বাড়ী ব্রাহ্মণবাড়ীয়ায়। পুলিশ সূত্র ও প্রতক্ষদর্শীরা জানায় বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণার্থী আশিকুর রহমান আঞ্চলিক স্কাউট ভবন সংলগ্ন পুকুরে সঙ্গীয় তিন বন্ধুকে নিয়ে সাতার কাটার সময় হঠাৎ পানিতে ডুবে গেলে এলাকাবাসীসহ সঙ্গীরা পানির তলদেশ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায় বৃহস্পতিবার সকালে আমর্ড পুলিশ স্কাউট গ্রুপের বাৎসরিক ক্যাম্পে অংশগ্রহনের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মিলে ঐ প্রতিষ্ঠান থেকে ৭৫ জন মুক্তাগাছা আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এসে তাবু টানানোসহ বিভিন্ন কার্যক্রম শুরু করে। আশিকুর পাশ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় এ দূর্ঘটনার কবলে পতিত হয়।