মুক্তাগাছায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত


Tajul প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০১৭, ৫:১০ PM / ১০৫৫
মুক্তাগাছায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত

মঙ্গলবার মুক্তাগাছা শহরের নতুন বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা ও রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা সরকার এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের পুলিশ পরিদর্শক বাবুল আক্তারসহ সঙ্গীয় এক প্লাটুন ফোর্স। বিকালে মুদি দোকানের নিমাই চন্দ্র ঘোষকে ৫ হাজার, হক স্টোরের মালিক সিরাজুল ইসলামকে ৫ হাজার, সহদেব ঘোষকে ৫ হাজার টাকা সহ ৮জনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেয়া হয়। এসময় রাস্তা সংলগ্ন সিরাজুল হকের দ্বিতল ভবনের সিঁড়ি ভাঙ্গাসহ এলাকার সকল অবৈধ স্থাপনা নিজ খরচে সরিয়ে নেয়ার আদেশ দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার জানান শহরকে পরিচ্ছন্ন রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।