মুক্তাগাছায় জনসাধারণের সাথে মত বিনিময় সভা


Tajul প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০১৭, ২:৫০ PM / ১৩২
মুক্তাগাছায় জনসাধারণের সাথে মত বিনিময় সভা

মুক্তাগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্বাবলম্বী উন্নয়ন সমিতি জেআরসিপি প্রকল্প এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সাধারণ জনগণের সম্পৃক্তকরণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি মুক্তাগাছার সভাপতি অধ্যক্ষ স্বপন কুমার দাস। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচারক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এবিএম শামসুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী আমজাদ দপ্তরী, জেআইজেড প্রতিনিধি মোহাম্মদ আলী রেজা, স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প পরিচালক স্বপন কুমার পাল, আক্তারুজ্জামান, আইয়ুব খান, রিয়াজুল হাসান লিটন প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দুপ্রক সদস্য প্রভাষক মাহবুবুল আলম রতন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাধারণ জনগণ অংশ গ্রহন করেন।