‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এ শ্লোগানকে সামনে রেখে সোমবার ময়মনসিংহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাস্টিজ রিফর্ম এন্ড করাপশন প্রিভেনশন (জেআরসিপি) প্রকল্প, স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমে কর্মরত ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটি ময়মনসিংহ জেলার সভাপতি এড. মোঃ আনিসুর রহমান খানের সভাপতিত্বে স্বাবলম্বী উন্নয়ন সমিতি প্রকল্প পরিচালক স্বপন কুমার পাল ও রিয়াজুল হাসান লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, জিআইজেড প্রতিনিধি মোহাম্মদ আলী রেজা, দুর্নীতি প্রতিরোধ কমিটি ময়মনসিংহের সাধারণ সম্পাদক ডাঃ হরিশংকর, দুপ্রক সহ সভাপতি নবাব আলী, সদস্য শওকত জাহান, মাহাবুবুল আলম, অধ্যাপক আইয়ুব খান, মলিনা রানী দত্ত, সাংবাদিকদের মধ্যে ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, সাংবাদিক গোলাম মোস্তফা, নিয়ামুল করিম সজল, সাইফুল ইসলাম, শহীদুল আলম টিটু, শেখ মহিউদ্দিন, খায়রুল আলম রফিক, কামাল হোসেন, অমিত রায়, আদিলুজ্জামান আদিল, ফেরদৌস আলম, মাহাবুবুল আলম রতন, হেলাল উদ্দিন নয়ন, কাফি খান প্রমুখ। সভায় সভাপতি এড. আনিসুর রহমান খান তাঁর লিখিত বক্তব্যে বলেন দেশের সর্বক্ষেত্রে সীমাহীন দুর্নীতি, লুটপাট যেন একটি নিয়মে পরিণত হয়েছে। মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় আমরা পরিলক্ষিত করছি। প্রশাসন, পুলিশ, প্রকৌশলী, চিকিৎসা সেবা, শিক্ষা, আইন ও বিচার অঙ্গনসহ রাষ্ট্রের সকল পর্যায়ে দুর্নীতির প্রতিযোগিতা চলছে। দেশ ও রাষ্ট্রের মূল নিয়ামক শক্তি রাজনীতিও বহুলাংশে কলুষিত হয়ে পড়েছে। নারী ও শিশু নির্যাতনের প্রাদুর্ভাব সীমা ছাড়িয়ে গেছে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন সাংবাদিকরা বিবেকবান মানুষ ও সমাজের দর্পন, দুর্নীতি অনাচার প্রতিরোধে তাদের কাছে জাতির প্রত্যাশা ব্যাপক। মানুষের কল্যাণে দুর্নীতি প্রতিরোধে একতাবদ্ধ ভাবে ঝাপিয়ে পড়তে হবে। তিনি একটি হাদিসের উদ্বৃতি দিয়ে বলেন ‘সেই শরীর বেহেশতে প্রবেশ করিবে না, যে শরীর হারাম জীবিকা দ্বারা পরিপুষ্ঠ’। সভায় বক্তারা বলেন শিশুর পরিবার থেকেই ভাল কাজ করতে উদ্বুদ্ধ করতে হবে। আগামী ভবিষ্যৎ যেন দুর্নীতি মুক্ত হয় সে লক্ষ্যে দল, মত, ধর্ম নির্বিশেষে সকল পেশাজীবির মানুষ ঐক্যবদ্ধ ভাবে সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। সভায় ময়মনসিংহ ও মুক্তাগাছার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহন করেন।
আপনার মতামত লিখুন :