মুক্তাগাছায় নবকলি প্রকল্পের আউট ফেইস মিটিং


F.Taj প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০১৭, ২:৩৭ PM / ৭৬
মুক্তাগাছায় নবকলি প্রকল্পের আউট ফেইস মিটিং

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে রবিবার নবকলি প্রকল্পের আউট ফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সংস্থাটির ৫ বছরের কার্যক্রমের অর্জন, সফলতা ও ভবিষ্যত করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শামছুজ্জামান। বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী আমজাত দপ্তরী, নবকলি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডাক্তার বুশরা আমেনা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, সাংবাদিক ফেরদৌস আলম প্রমূখ।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ময়মনসিংহ এর মনিটরিং এন্ড ইভনিয়েশন কো-অর্ডিনেটর প্রণব দে। সভায় নবকলি প্রকল্প কর্তৃক মা ও শিশুর স্বাস্থ্য, অর্থনীতি, স্বাবলম্বী ও পুষ্টি উন্নয়ন বিষয়ে সফলতার পরিসংখ্যান উপস্থাপন করা হয়।