মুক্তাগাছায় দুইবছর বয়সী এক শিশুকে উদ্ধার এবং বিভিন্ন মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মুক্তাগাছা থানা পুলিশ জানায়, আদালতের নির্দেশে বুধবার সাজিম নামের দুই বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়।
এছাড়াও এদিন উপজেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামি, অন্যান্য পরোয়ানাভুক্ত তিনজন, দুই গ্রাম হেরোইনসহ একজন, পাঁচ গ্রাম হেরোইনসহ একজন এবং ৯০ গ্রাম গাঁজাসহ আরো একজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ জানান, উদ্ধার শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে। গ্রেপ্তার সাতজনকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :