রোহিঙ্গাদের জন্য অপ্রতুল বিদেশি সহায়তা


F.Taj প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০১৭, ৫:৩৬ PM / ৬০
রোহিঙ্গাদের জন্য অপ্রতুল বিদেশি সহায়তা

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে রাখাইন থেকে পালিয়ে আসা মুসলিম রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা অপ্রতুল বলে মন্তব্য করেছেন জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর’র সহকারী হাইকমিশনার জজ ও’কাথ।

বুধবার সদ্য আসা রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শনে এসে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ‘শরণার্থীর সংখ্যা ধারণার চার গুণ বেশি হয়ে গেছে। আমরা এক লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য ৭৭ বিলিয়ন ডলার সহায়তার অনুমোদন পেয়েছিলাম। কিন্তু, শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই অর্থ সহায়তা খুবই অপ্রতুল হয়ে গেছে।
পরিস্থিতি পর্যালোচনা করে নতুন করে অনুদান চাওয়া হবে।’

শরণার্থীর সংখ্যা কত হবে, তা এখনও অনিশ্চিত উল্লেখ করে জজ ও’কাথ বলেন, পরিমাণ যা হোক না কেন সবার দায়িত্ব আমাদের নিতে হবে। নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য তিনি বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।
ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম’র ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।