মুক্তাগাছায় কোরবানির পশুর হাটে গরু প্রচুর, দাম সহনীয়


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০১৭, ৬:৫৪ PM / ৩৮৩
মুক্তাগাছায় কোরবানির পশুর হাটে গরু প্রচুর, দাম সহনীয়

মুক্তাগাছা উপজেলার সবচেয়ে বড় হাট নতুন বাজারে কোরবানির পশুতে ভরে গেছে। বুধবার ক্রেতা-বিক্রেতার ভিড়ে ধীরে ধীরে সরগরম হয়ে উঠছে হাট। সকাল থেকেই জমে উঠেছে এ হাট। যদিও বেচাবকনা শুরু হয় দুপুরের পর। ব্যাপারী, ক্রেতা, হাট ইজারাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, অন্য বছরের তুলনায় এখন পর্যন্ত গরুর দাম অনেকটা সহনীয়।
বাজারের যে চিত্র দেখা যাচ্ছে, তাতে বড় ধরনের কোনো ‘কৃত্রিম সংকট’ তৈরি করা না হলে দাম সহনীয় থাকবে বলে আশা করা যায়। মুক্তাগাছায় কোরবানির পশুর হাটে গরু প্রচুর, দাম সহনীয়
তবে ব্যাপারীদের কেউ কেউ লোকসানের আশঙ্কার কথা বলেছেন। অনেকের মধ্যে গতবারের ভয়ও কাজ করছে। কারণ, গতবার দাম হঠাৎ কমে গিয়েছিল। এবারের বন্যায় চরাঞ্চলের মানুষেরা আগেভাগেই ব্যাপারিদের কাছে কম মূল্যে বিক্রি করা এবং ঐ অঞ্চলে গো-খাদ্যের সংকটের কারনে অন্যান্য বছরের তুলনায় এ বছর কিছুটা কম ও সহনীয় পর্যায়ে রয়েছে পশুর দাম।
নতুন বাজারবুধবারের স্থায়ী হাট বাদে আগামী বৃহস্পতি ও শুক্রবার একই স্থানে দুই দিন পশুর হাট বসার কথা রয়েছে।