টেক্সাসে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে ট্রাম্প, ফার্স্টলেডির পোশাক নিয়ে সমালোচনা


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০১৭, ১২:৫৩ PM / ৯০
টেক্সাসে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে ট্রাম্প, ফার্স্টলেডির পোশাক নিয়ে সমালোচনা

টেক্সাস বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প । মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ফার্স্ট লেডি টেক্সাসের বন্যা দুর্গতের পরিদর্শন করতে গিয়ে পোশাকের জন্য সমালোচিত হচ্ছেন। সাবেক মডেল কন্যার পোশাক দেখে সমালোচকরা বলছেন তিনি যেন ফটোসেশন করতে গেছেন।

টেক্সাস বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে ট্রাম্প, ফার্স্টলেডির পোশাক নিয়ে সমালোচনা
মঙ্গলবার স্বামী ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘূর্ণিঝড় ও বন্যা দুর্গত টেক্সাস পরিদর্শনে যান মেলানিয়া ট্রাম্প। এ সময় তার পায়ে ছিল উচু হিল, চোখে রোদচশমা এবং উজ্জল পোশাক।

মেলানিয়ার পোশাক নিয়ে লেখিকা মারিয়া ডেল রাসো টুইট করেন, ‘মেলানিয়াকে সেখানে বন্যা পরিদর্শনে যাওয়া বার্বি পুতুল মনে হচ্ছে।’
টেলিভিশন অনুষ্ঠানের লেখক ও প্রযোজক ব্রাড ওলাক লিখেন, ‘সাহায্য আসতেছে টেক্সাস! চিন্তা নাই, মেলানিয়া তার বিশেষ স্টর্ম হিল পড়ে আছেন!’

কমেডিয়ান জেসিকা কার্সন মজা করেন, ‘অসাধারণ আইডিয়া ফার্স্ট লেডি। হিলগুলো দিয়ে বন্যার ধ্বংসাবশেষ সড়ানো যাবে!’
ট্রাম্পের পোশাক স্বাভাবিকই ছিল। এমন দুর্গত এলাকায় যেতে অতীতে রাষ্ট্রপ্রধানরা যেমন পোশাক পড়ে থাকে তেমনই ছিল।
ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে বিপর্যস্ত টেক্সাস ও লুইজিয়ানা। ঝড় পরবর্তী বন্যায় পানির নীচে বেশ কয়েকটি শহর।