বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বেলা ১২টায় মুক্তাগাছায় বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের অস্থায়ী কার্যালয় এবং সামাজিক অবক্ষয়রোধে নৈশ শিক্ষা কার্যালয় ও বৃক্ষরোপন কর্মসূচীও উদ্বোধন করা হয় ।
উদ্বোধন করেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।
বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চল আয়োজিত ময়মনসিংহ আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মুক্তাগাছার এমপি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ্উদ্দিন আহমেদ মুক্তি ।
ময়মনসিংহ অঞ্চলের স্কাউটস মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এর উপ পরিচালক এএসএম আব্দুল খালেক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খান মোহাম্মদ সালাহ্উদ্দিন কাইজার, ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসপি নজরুল হোসেন, স্কাউটসের আঞ্চলিক সভাপতি মো: মাহবুবর রহমান, এডিসি নেত্রকোনা আনোয়ার হোসেন আকন্দ, জামাল উদ্দিন আকন্দ, সেলিম জাহাঙ্গীর প্রমুখ।
আপনার মতামত লিখুন :