প্রেমিকাকে লজ্জার হাত থেকে বাঁচালেন টাইগার শ্রুফ


Tajul প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০১৭, ৭:৩১ PM / ১১০
প্রেমিকাকে লজ্জার হাত থেকে বাঁচালেন টাইগার শ্রুফ

রোববার রাতে মুম্বাইয়ের সেন্ট রেজিস হোটেলে অনুষ্ঠিত হয় ‘ল্যাকমে ফ্যাশন উইক-২০১৭’ এর সমাপনী আয়োজন। বলিউডের প্রসিদ্ধ ডিজাইনার মনীশ মালহোত্রার জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পর্দা নামে। এতে উপস্থিত হয়েছিলেন টাইগার শ্রফ, কারিশমা কাপুর, দিশা পাটানি, অমৃতা আরোরা, নেহা ধুপিয়া, শ্রীদেবীসহ বলিউডের প্রথম সারির তারকারা।

অনুষ্ঠানে র‌্যাম্পে সবাই আলো ছড়ালেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে গিয়েও বেঁচে যান দিশা পাটানি। আর তাকে এ পরিস্থিতি থেকে বাঁচিয়েছেন তার কথিত প্রেমিক টাইগার শ্রফ। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ফ্যাশন শোয়ের রানওয়েতে আসেন টাইগার শ্রফ। ফটোসাংবাদিকদের ক্যামেরার সামনে পোজ দিয়ে ফিরছিলেন তিনি। এরপরই র‌্যাম্পে হাঁটার প্রস্তুতি নিচ্ছিলেন দিশা পাটানি। কিন্তু দিশাকে র‌্যাম্পে হাঁটতে বারণ করেন টাইগার। কারণ র‌্যাম্পের রানওয়ে পুরোটাই ছিল কাঁচের তৈরি। অন্যদিকে দিশার পরনে ছিল খুব স্বল্প পোশাক। এতে পোশাক বিভ্রাটে পড়তে পারতেন এ অভিনেত্রী। পরবর্তীতে র‌্যাম্পে না হেঁটে রানওয়ের পাশে ফটো সাংবাদিকদের ক্যামেরার সামনে পোজ দেন দিশা।

বলিপাড়ায় অনেকদিন ধরেই টাইগার-দিশার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও বিষয়টি শুরু থেকেই অস্বীকার করে আসছেন এ জুটি। তবে এবার রিল লাইফে বাঘি-টু সিনেমায় জুটি বাঁধছেন তারা। সিনেমাটি পরিচালনা করছেন কোরিওগ্রাফার-পরিচালক আহমেদ খান। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।